সিলেটSunday , 30 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শুরুতেই তাসকিনের আঘাত

Link Copied!

স্পোর্টস ডেস্ক:
শুরুর ওভারে উইকেট শিকারকে তাসকিন আহমেদ যেন অভ্যাসই বানিয়ে ফেলছেন! নেদারল্যান্ডস ম্যাচে শুরুর ওভারে নিয়েছিলেন জোড়া উইকেট, সফলতা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ম্যাচেও। আজ জিম্বাবুয়েকেও শুরুর ওভারে ধাক্কাটা দিলেন তিনি।

তাসকিনের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন তিনি। কভার অঞ্চল দিয়ে তাকে সীমানাছাড়া করেছিলেন ওয়েসলি মাধেভেরে।

তাসকিন প্রতিশোধ নিলেন পরের বলেই। বলটা একটু বাইরে করলেন, সেটাই তাড়া করতে গেলেন মাধেভেরে। ব্যাটে বলে হলো না। টপ এজ হয়ে বলটা চলে গেল ডিপ থার্ডম্যানে থাকা মুস্তাফিজুর রহমানের কাছে। সেটা ধরতে একটু বেগ পেলেও শেষমেশ সফল হলেন মুস্তাফিজ।

যার ফলে টানা তৃতীয় ম্যাচে ইনিংসের প্রথম ওভারে উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বিক্রমজিত সিং আর বাস ডি লিডের উইকেট তুলে নিয়েছিলেন।

দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন টেম্বা বাভুমার উইকেট। এবার তার ধারাবাহিকতা ধরে রেখে মাধেভেরেকেও ফেরালেন তিনি।