সিলেটSunday , 30 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

৭ নভেম্বর ঘিরে বিএনপির কর্মসূচি ঘোষণা

Link Copied!

স্টাফ রিপোর্টার:
আগামী ৭ নভেম্বর ঘিরে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৩০ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, ৭ নভেম্বর সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যেরা পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন।

ওইদিন দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর উপলক্ষে ইতিমধ্যে সারা দেশে জেলা ও মহানগরে পোস্টার পাঠানো হয়েছে। ক্রোড়পত্র প্রকাশ করা হবে। একইভাবে দেশব্যাপী জেলা, মহানগর ও উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সুবিধানুযায়ী আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে।

যৌথ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর সদস্য এবং বিএনপি-ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেয়।