স্পোর্টস ডেস্ক :
ভারত বাংলাদেশের সামনে বিশাল এক লক্ষ্যই ছুঁড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জে জিততে যেমন শুরুর প্রয়োজন, লিটন দাস ঠিক সেই শুরুটাই এনে দিয়েছেন দলকে। ফিফটি তুলে নিয়েছেন মাত্র ২১ বল খেলেই। তবে ওপাশে শান্ত যেন একেবারে শ্লথ, লিটনের ঝোড়ো ব্যাটিংয়ের বিপরীতে তিনি ১১ বল খেলে করেছেন মোটে ৩ রান।
লিটন আজ ভাগ্যের সহায়তাও পেয়েছেন বৈকি! দ্বিতীয় ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন। দীনেশ কার্তিক সে বলটা হাতে নিয়ে উদযাপনও শুরু করে দিয়েছিলেন। তবে পরে আম্পায়ার্স রিভিউতে দেখা গেল, বলটা কার্তিকের হাতে পৌঁছানোর আগে মাটি ছুঁয়ে গিয়েছিল।
এরপর আবারও ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন লিটন। সেটাও দীনেশ ধরতে পারেননি।
ভারতের বিপক্ষে ১৮৫ রানের টার্গেট তাড়ায় ইনিংসের শুরুতেই তাণ্ডব শুরু করেন ওপেনার লিটন দাস। তার ব্যাটিং ঝড় থেমে গেলো বৃষ্টির কারণে। ৭ ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান। ২৬ বলে ৫৯ আর ১৬ বলে ৭ অপরাজিত আছেন লিটন ও নাজমুল হোসেন শান্ত।
বিস্তারিত আসছে…