অনলাইন ডেস্ক:
ভোরের আলো ভালোভাবে ছড়িয়ে পড়ার আগেই সিডনির ট্যারোঙ্গা চিড়িয়াখানায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। একসঙ্গে পাঁচটি সিংহ বেরিয়ে পড়েছে। যত দ্রুত সম্ভব সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলে কর্তৃপক্ষ।
বুধবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে হঠাৎ ভিডিওতে ধরা পড়ে বিষয়টি। সিডনির সবচেয়ে বড় চিড়িয়াখানা ট্যারাঙ্গোর সাতটি সিংহের মধ্যে পাঁচটিই বেরিয়ে পড়েছে! ভোর হলেও চিড়িয়াখানায় তখনো অনেক মানুষ। রাতে থাকার ব্যবস্থাও রয়েছে সেখানে। সেই ‘‘রোর অ্যান্ড স্নোর” এলাকাসহ সারা চিড়িয়াখানায় জারি করা হয় ‘‘কোড ওয়ান” সতর্কতা। চিড়িয়াখানা থেকে দ্রুত দূরে সরে যাওয়ার উদ্দেশে সবাই ছুটতে শুরু করেন।
একটি প্রাপ্তবয়স্ক ও চারটি অপ্রাপ্তবয়স্ক সিংহকে চিড়িয়াখানায় ফেরাতে অবশ্য বেশি সময় নেয়নি ট্যারাঙ্গো জু কর্তৃপক্ষ। সকাল ৯টার মধ্যেই পাঁচ সিংহকে ফিরিয়ে আনা হয় নির্দিষ্ট স্থানে। একটি শিশু সিংহ কোনোভাবেই ফিরতে চাইছিল না। ট্র্যাঙ্কুলাইজার প্রয়োগ করে ঘুম পাড়িয়ে ফেরাতে হয় তাকে। বাকিরা বলতে গেলে বিনা আপত্তিতেই ফিরে এসেছে খাঁচায়।
কঠোর নিরাপত্তা সত্ত্বেও চিড়িয়াখানার সাতটির মধ্যে পাঁচটি সিংহ-ই কীভাবে বেরিয়ে পড়েছিল তা এখনো জানা যায়নি। এক সংবাদ সম্মেলনে ট্যারোঙ্গা চিড়িয়াখানার নির্বাহী পরিচালক সায়মন ডাফি জানিয়েছেন, তদন্তের মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা করা হবে।