স্টাফ রিপোর্টার:
বুধবার (২ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাটে ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানী সুমন আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তাঁর মোট প্রাপ্ত ভোট ২৮৯০।
গোলাম রব্বানী সুমনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামী লীগের প্রার্থী সুভাস চন্দ্র পাল ছানা। তিনি পেয়েছেন ২৪২১টি ভোট।
তৃতীয় স্থানে আছেন জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা আবুল খায়ের। খেজুর গাছ প্রতীক নিয়ে তিনি লড়াই করে পেয়েছেন ২১৩১টি ভোট।