স্টাফ রিপোর্টার:
আগামী ২০ নভেম্বর সিলেটে বিভাগীয় মহা-সমাবেশ করবে রাজপথের বিরোধী দল বিএনপি। ওই সমাবেশে যোগ দিতে বিয়ানীবাজার উপজেলাজুড়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছে স্থানীয় বিএনপি। সমাবেশ সফল করতে গত সোমবার উপজেলা ও পৌর বিএনপির নেতাদের সিলেটে ডেকে নিয়ে নির্দেশণা দেয়া হয়েছে। জেলা বিএনপির নির্দেশমতে উপজেলা ও পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে কর্মীসভা করছে দলটি।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন জানান, সিলেটের সমাবেশে বিয়ানীবাজার থেকে কমপক্ষে ৫ হাজার নেতাকর্মী যোগ দেয়ার জন্য সবধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। পরিবহণ চলাচল স্বাভাবিক থাকলে সমাবেশে নেতাকর্মীদের যোগদান আরো বাড়বে। তিনি বলেন, বিএনপির প্রতি আবেগ থেকে মানুষ সামবেশে যাবে এবং স্মরণকালের বৃহৎ এই সমাবেশ ইতিহাস হয়ে থাকবে।
এদিকে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে তিলপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে। গত সোমবার ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ছাইফুল আলম খায়রুল, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক হোসেন আহমেদ মেম্বার, বিলাল আহমদ মেম্বার, বলাই মিয়া মেম্বার, দুদু মিয়া, এনাম উদ্দিন মেম্বার, ইউনিয়ন জাসাসের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক আফজাল হোসেন, সহ সাধারণ সম্পাদক আলি হোসেন, দফতর সম্পাদক উজ্জ্বল দাস,তিলপাড়া ইউনিয়ন ছাএদলের সভাপতি শাহিন আহমেদ, শাব উদ্দিন, বিলাল উদ্দিন, করিম উদ্দিন, আলাল উদ্দিন, মাসুক উদ্দিন, জামাল উদ্দিন, ওয়াহিদুল রহমান কালাসহ প্রমুখ।