শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে গবেষণায় নৈতিকথা বিষয়ক কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সেমিনার কক্ষে ‘ওয়ার্কশপ অন ইথিক্যাল এপ্রোভাল’ শিরোনামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে গবেষণার কার্যক্রমকে আমরা একটি নীতিমালার মধ্যে আনতে পেরেছি। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা গবেষণা নীতিমালা সম্পর্কে অবহিত হবেন। কারণ আপনাদেরকে গবেষণার ক্ষেত্রে অবশ্যই নৈতিকতার বিষয়টি গুরুত্ব প্রদান করতে হবে। গবেষণায় নৈতিকতার বিষয়টি দেখার জন্য ইতোমধ্যে ‘সাস্ট রিসার্স এথিক্স বোর্ড’ গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবে।
অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খানের সভাপতিত্বে ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. মাহবুবুল হাকিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া রিসোর্স পারসন ছিলেন অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশীদ এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার