স্টাফ রিপোর্টার:
সিলেটজুড়ে চলছে ভোটের লড়াই। সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন হচ্ছে আজ। ভোটগ্রহণ চলছে ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনেরও। জেলার গোয়াইনঘাট উপজেলার চারটি ইউনিয়নেও আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। কোনো বিরতি ছাড়াই এ কার্যক্রম চলবে বিকাল ৪টা অবধি।
সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।
নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী, কাউন্সিলর পদে ৬০ প্রার্থী এবং মহিলা কাউন্সিলর পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবমিলিয়ে এ পৌরসভায় ভোটারসংখ্যা ৩৫ হাজার ৪৭০ জন।
আজ সকাল থেকে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণও চলছে। এ উপজেলা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হচ্ছে।
উপজেলার ৮টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে ৪৩৩টি ভোট কক্ষে ১ লাখ ৪৭ হাজার ৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এসব কেন্দ্রের ৪৬টি ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং, ৩নং পূর্ব জাফলং ও নবগঠিত ১১নং মধ্য জাফলং এবং ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে আজ ভোটগ্রহণ হচ্ছে।
এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এদিকে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটের লড়াই। এখানে চেয়ারম্যান পদে লড়াইয়ে আছেন ৫ প্রার্থী।
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীসংখ্যা ৩ জন।
এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮৯টি, ভোটারসংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৩৯ জন।