স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের একটি পৌরসভা, দুটি উপজেলা এবং চারটি ইউনিয় পরিষদে আজ বুধবার ভোটগ্রহণ চলছে। সকাল থেকে শুরু হওয়া ভোটে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন হচ্ছে আজ। সিলেট জেলার ওসমানীনগর এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনও আজ অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, মধ্য জাফলং এবং গোয়াইনঘাট সদর ইউনিয়নেও ভোটযুদ্ধ চলছে।
আজ সকাল থেকে প্রতিবেদক, চিত্রসাংবাদিক ও প্রতিনিধিরা ভোটকেন্দ্র ঘুরে দেখছেন। তারা জানান, এখন অবধি শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তবে কেন্দ্রগুলোতে নারী ভোটারদের সংখ্যাই সবচেয়ে বেশি।
বিভিন্ন কেন্দ্রে বিপুল সংখ্যক নারী ভোটারকে দেখা গেছে। কেন্দ্রগুলোর সামনে তাদের দীর্ঘ লাইন রয়েছে।
বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা পারভীন আক্তার নামের এক নারী বলেন, ‘বাক্কা দিন বাদে ভোট অর। এর লাগি সখাল সখাল ভোট দিতাম আইচ্ছি।’
এদিকে, প্রার্থীরা এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ঘুরছেন। তারা ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া চাইছেন। প্রার্থীদের অনেকেই জানিয়েছেন, বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়বে বলে তারা আশাবাদী।