সিলেটSaturday , 5 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

‘আমি শেখ হাসিনার কাছে বিচার চাই না, গুলির বদলে গুলি চাই’

Link Copied!

বরিশাল প্রতিনিধি:
ভোলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বলেছেন, আমি আমার স্বামীকে হত্যার বিচার শেখ হাসিনার সরকারের কাছে চাই না। আমি হত্যার বদলে হত্যা চাই। গুলির বদলে গুলি চাই। রক্তের বদলে রক্ত চাই। শনিবার (০৫ নভেম্বর) দুপুর ২টার দিকে নিহতের স্বজনদের বক্তব্যের অংশ হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি দুনিয়ায় অসহায় হয়ে পড়েছি। আমার সন্তানদের এতিম করে দেওয়া হয়েছে। আমার স্বামীর কোনো অন্যায় ছিল না। আমার স্বামীর অন্যায় ছিল তিনি শেখ হাসিনার বিপরীত মতাদর্শকে ভালোবাসতেন। এটা কোনো অন্যায় হতে পারে না।

এ সময় আরও বক্তব্য দেন বরিশাল মহানগর ছাত্রদলের নিখোঁজ নেতা ফিরোজ ও কালুর মা।
দুপুর ২টার আগেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবাদুল মঈন খান, বেগম সেলিমা রহমান উপস্থিত আছেন। সমাবেশে সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।