সিলেটSaturday , 5 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বগুড়ায় নিহত স্কুলছাত্রের মরদেহ নিয়ে সড়ক অবরোধ

Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় স্কুলছাত্র রবিউল ইসলাম (১৭) হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মরদেহ নিয়ে মহাসড়কে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। শনিবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের গোদারপাড়া বাজারে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে অবরোধ করেন তারা।

এ সময় রবিউলকে হত্যার অভিযোগে পারভেজ নামে এক যুবকের ফাঁসির দাবিতে এলাকাবাসীদের স্লোগান দিতে দেখা যায়৷ অবরোধ চলাকালে আঞ্চলিক মহাসড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে যানযটের সৃষ্টি হয়৷ এই সময় প্রায় দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী বিকেল ৪টার পর অবোরধ তুলে নেয়।

নিহত রবিউল উত্তর গোদারপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে ও বগুড়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নবম শ্রেণির ছাত্র ছিল।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় দুর্বৃত্তরা রবিউলকে ছুরিকাঘাত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত রবিউলের বাবা নওশাদী আলী বগুড়া সদর থানায় স্থানীয় পারভেজসহ ৩ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে। নওশাদ আলী জানান, আমার ছেলে কখনও কারও সাথে ঝগড়া বিবাদে জড়ায়নি। তাকে কারণ ছাড়া হত্যা করা হয়েছে। আমি জড়িতদের বিচার চাই। আর কোনো বাবার বুক যেন খালি না হয়।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুজন মিঞা জানান, স্কুলছাত্র হত্যাকাণ্ডে মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে রবিউলের লাশ নিয়ে স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ করেছে। এসময় আমরা তাদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়।