সিলেটSunday , 6 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগ উজ্জীবিত: ওয়ার্ডে-ওয়ার্ডে কাউন্সিল

Link Copied!

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগে যেন প্রাণ ফিরেছে। ওয়ার্ডে-ওয়ার্ডে কাউন্সিলকে কেন্দ্র করে সরব হয়েছে শহরাধীন গ্রামগুলো, উজ্জীবিত হয়েছেন নেতাকর্মীরা। গত কয়েকদিন থেকে পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে কাউন্সিল শুরু হয়েছে। এতে নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের লবিং বৃদ্ধির পাশাপাশি গোপন সভাও শুরু হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে মৃদু উত্তেজনা।

জানা যায়, গত কয়েক বছর পূর্বে সমঝোতার ভিত্তিতে বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। এতে হাজী সামছুল হক সভাপতি এবং এবাদ আহমদ সাধারণ সম্পাদক মনোনীত হন। বছরখানেক পূর্বে হাজী সামছুল হক মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান কাজি আব্দুল বাছেত। এদিকে পৌর কমিটি গঠনের পরই শহরকেন্দ্রিক আওয়ামী রাজনীতি গতি ফিরে পায়। দলীয় সকল কর্মসূচি পালনের পাশাপাশি বিয়ানীবাজার পৌরশহরে আওয়ামীলীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেতে থাকে। মূলত: পৌর আওয়ামীলীগের সাংগঠনিক শক্তির কারণে রাজপথের বিরোধী দলগুলো তেমন কোন কর্মসূচি পালন করতে পারেনি। যদিও গত পৌর নির্বাচনে কিছু ওয়ার্ডে আওয়ামীলীগের দায়িত্বশীলদের কারণে এখানে নৌকার প্রার্থীর ভরাডুবি ঘটে। সূত্র জানায়, গত পৌর নির্বাচনে ওয়ার্ডভিত্তিক যেসকল নেতাকর্মী এবং দায়িত্বশীল নৌকার বিরোধীতা করেছেন তাদের বিষয়ে সতর্ক থাকা হবে। বিভিন্নভাবে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনও আমলে নেয়া হবে।

এদিকে পৌর আওয়ামীলীগের কাউন্সিেকে কেন্দ্র করে ওয়ার্ডভিত্তিক সম্মেলন শুরু করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৯টি ওয়ার্ডের নতুন কমিটি গঠনের কথা রয়েছে। শনিবার ৫নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সাবেক কাউন্সিলার নাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে সেলিম উদ্দিনের নাম ঘোষণা করা হয়। ৬নং ওয়ার্ডে রবিবার বাদ মাগরিব কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৃহস্পতিবার ৭নং ওয়ার্ডে কাউন্সিল হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়।

বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ জানান, ওয়ার্ডের কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। আমরা যোগ্য নেতৃত্ব নির্বাচন করে পৌরশহরকে আওয়ামীলীগের দূর্গ হিসেবে গড়ে তুলতে চাই।

পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজি আব্দুল বাছেত বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা পরীক্ষিত নেতৃত্ব নির্বাচন করছি। কোন ওয়ার্ডে সমঝোতা না হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হবে। তৃলমুলে কোন বিভক্তি রেখে নেতৃত্ব নির্বাচন করা হবেনা।