সিলেটTuesday , 8 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কমলগঞ্জে কাত্যায়নী পূজা সম্পন্ন

Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের ২২তম কাত্যায়ানী পূজা গঙ্গা স্নান ও গঙ্গাদেবীর পূজার্চ্চনা পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মাধবপুরসহ বিভিন্ন চা বাগানে সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে বিভিন্ন মন্দিরে নাম কীর্তন শুরু হয়ে মঙ্গলবার (৮ নভেম্বর) ভোর রাত থেকে ধলাই নদীর তীরে হীরামতি এলাকায় হাজারও ভক্তরা গঙ্গা স্নান ও পূজার্চ্চনা করতে সমবেত হয়।

জানা যায়, ব্রজের গোপীগণ কৃষ্ণকে পতিরূপে কামনা করে সমগ্র মাঘ মাস জুড়ে এই ব্রত পালন করেন। এই একমাস মশলাবিহীন খাবার খেয়ে মাস পার করেছেন ভক্তরা। কাত্যায়নী মাস শেষে নদী তীরে মাটির কাত্যায়ানী মূর্তি গড়ে চন্দন, দ্বীপ, ফল, পান, নবপত্র, মালা ও ধূপ দিয়ে দেবীকে। এরপরই নদীতে স্নান করে ভিজা কাপড়ে খোদিত কাত্যায়নীর মূর্তি পূূজা করেন হাজার হাজার চা শ্রমিক ভক্তরা।

কাত্যায়নী পূজায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলি, সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীনারায়ন সিংহ, মাধবপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক সেলিমুর রহমান, ইউপি সদস্য নারায়ন রাজভর, চা শ্রমিক নেতা সিতারাম বীন প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, সত্যনারায়ণ ভর, প্রতাপ ভর, ইন্দ্রজিৎ মুন্ডা, রাম সিং ছত্রী ও ইন্দ্রজিৎ নুনিয়া। পরে সকল ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার