জুড়ী প্রতিনিধি:
আগামী ২৯ ডিসেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ নভেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও শূন্য পদের উপনির্বাচনের জন্য নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনানুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ০১ ডিসেম্বর ২০২২। মনোনয়নপত্র বাছাই ০৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর ও ভোট গ্রহণ ২৯ ডিসেম্বর ২০২২।
উল্লেখ্য- জুড়ী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩১ মার্চ ২০১৬ তারিখে ৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু মামলাজনিত কারণে ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়নি। দীর্ঘ ২১ মাস পর ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য মইন উদ্দিন ২০২১ সালের ৩০ জুলাই মৃত্যুবরণের দীর্ঘ ১৫ মাস পর ২ নভেম্বর ২০২২ এ শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।