স্টাফ রিপোর্টার:
ঢাকা হইতে ইউনিক পরিবহনে করে মাদক নিয়ে সিলেট শহরের দিকে আসছিলেন বাবুল দাস (৫৫) নামের এক মাদক ব্যবসায়ী। তবে তিনি সিলেট এসে মাদক নিয়ে পৌঁছাতে পারেন নি। পুলিশের তৎপরতায় তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় প্রায় আধা কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত বারোটায় ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল পয়েন্টস্থ নিয়ামাহ টাওয়ারের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়- ঢাকা হইতে সিলেটের দিকে আসা ‘ইউনিক পরিবহন’ নামীয় একটি গণ-পরিবহন বাসকে থামানোর জন্য সিগনাল দেয়া হলে বাস দিলে বাসটি থামে। এসময় বাসের ভিতর তল্লাশীকালে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার শিকারীটোলা গ্রামের রামু দাসের ছেলে বাবুল দাস (৫৫) নামের ব্যাক্তির সঙ্গে থাকা নীল রংয়ের শপিং ব্যাগে ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৬ হাজার ৭শ’ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।