সংবাদ বিজ্ঞপ্তি:
গোলাপগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদের মাঠে বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উপজেলা নির্বাহি অফিসার মিজ মৌসুমী মান্নান। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ জোনায়েদ কবীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী রফিক আহমদ , সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহি কমিটির সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ।
দিনব্যাপী মেলা শেষে পুরষ্কার বিতরনী মাধ্যমে মেলার পরিসমাপ্তি হয়। মেলায় বক্তাগণ স্মার্ট বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে সরকারী প্রতিষ্ঠান সমুহে ডিজিটাল মাধ্যম ব্যবহারের গুরুত্বারোপ করেন।