সিলেটMonday , 14 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কুলাউড়া থানার নতুন ওসি রতন দেবনাথ’র যোগদান

Link Copied!

কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া থানায় নতুন পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেছেন রতন চন্দ্র দেবনাথ। সোমবার (১২ নভেম্বর) সকালে তিনি পরিদর্শক (তদন্ত)’র দায়িত্বভার গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্বপালন করেন।

জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অধিবাসী রতন চন্দ্র দেবনাথ শিক্ষাজীবন শেষ করে ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে সিলেট বিভাগের বিভিন্ন থানায় দায়িত্বপালন করেন।

পরে এসআই থেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে পদোন্নতি পেলে বড়লেখা ও রাজনগর থানায় দায়িত্বপালন শেষে জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে কুলাউড়া থানায় বদলি করা হয়।

রতন দেবনাথ চাকুরি জীবনে চৌকস পুলিশ অফিসার হিসেবে দায়িত্বপালনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ২০২১ সালে তাকে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম শ্রীমঙ্গল থানায় বদলি হওয়ায় তার স্থলাভিষিক্ত হন রতন চন্দ্র দেবনাথ।