সিলেটWednesday , 16 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দোকানে ঢুকে মমতা বললেন সরো দেখি, ভাজতে শুরু করলেন চপ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :
চায়ের দোকানে ঢুকে সবাইকে চমকে দিয়ে নিজেই চা বানাতে শুরু করেন। নিজে খাওয়ার পাশাপাশি অন্যদেরও পরিবেশন করেন চা। আবার জনসংযোগে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজ হাতে মোমো-ফুচকা বানিয়ে খাওয়ানোর রেকর্ডও রয়েছে।

তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার আরেক নজির গড়লেন মমতা। এক সভা শেষে ফেরার পথে রাস্তার ধারে একটি চপের দোকানে ঢুকে পড়ে চপ ভাজতে শুরু করেন।

মমতা যখন দোকানে ঢোকেন দোকানের মালিক বুদ্ধদেব মহান্ত তখন চপ ভাজছিলেন। মুখ্যমন্ত্রীকে হঠাৎ দোকানে ঢুকতে দেখতে হকচকিয়ে যান বুদ্ধদেব। ততক্ষণে তার দোকানে ভিড়ও জমে গেছে। দোকানে ঢুকেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের উদ্দেশে বলেন, সরো দেখি, তোমাকে সাহায্য করি।

এরপরই চপ ভাজতে শুরু করেন মমতা। অবাক চোখে তখন সেই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত সবাই। মুখ্যমন্ত্রীকে গরম তেলের সামনে দাঁড়িয়ে চপ ভাজতে দেখে কিছু পরামর্শ দেন বুদ্ধদেব। মুখ্যমন্ত্রীকে তখন বলতে শোনা যায়, ওরে আমি জানি, বাড়িতে রান্না করি তো।

চপ ভাজার পর সঙ্গে থাকা সাংবাদিক, নিরাপত্তা রক্ষী, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দাদের হাতেও তুলে দেন মুখ্যমন্ত্রী।