সিলেটThursday , 17 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে বিএনপির গণসমাবেশে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা: পুলিশ

Link Copied!

স্টাফ রিপোর্টার:
আগামী শনিবার সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসমাবেশে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস।

তিনি বলেন, ‘জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। কেউ যদি জানমালের ক্ষতি করতে চায়, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তাহলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সুদীপ দাস বলেন, ‘জনগণের নির্বিঘ্ন চলাফেরা ও নিরাপত্তায় কাজ করছে পুলিশ।’

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্কাবস্থায় আছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

বিএনপি সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সারা দেশে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শনিবার সিলেটে গণসমাবেশ হবে।

নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে এই গণসমাবেশের জন্য মঞ্চ নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগেভাগেই আসা নেতা-কর্মীদের জন্য সেখানে থাকা ও খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।