সিলেটSaturday , 19 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ব্রাজিলের ফের বিশ্বকাপ জয়ের সময় এসেছে

Link Copied!

স্পোর্টস ডেস্ক :
ব্রাজিলের আবারও বিশ্বকাপ জয়ের সময় এসেছে বলে মনে করেন সদ্য নির্বাচিত দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

তিনি বলেন, ২০ বছর পর, ব্রাজিলের সামনে বিশ্বকাপ জয়ের আবারও সময় এসেছে। গত অক্টোবরে আমরা বলসোনারোকে হারিয়ে প্রেসিডেন্ট পদে জয় লাভ করেছি। এখন সময় এসেছে বিশ্বকাপ জয়ের।

গুরুত্বপূর্ণ দলগুলো মাঠে ভালো পারফর্ম করছে না উল্লেখ করে তিনি বলেন, কাতার বিশ্বকাপে ইতালি খেলার সুযোগ পায়নি, ক্রিশ্চিয়ানো রোনালদো ১৫ বছর আগে যেভাবে পারফর্ম করেছিলেন, এখন সেভাবে পারছেন না।

তাই এবারের ফুটবল বিশ্বকাপ ব্রাজিলের জয় করার অনেক সুযোগ রয়েছে বলে মনে করেন প্রবীণ বামপন্থি এ রাজনীতিবিদ।

আগামী ২৫ নভেম্বর (শুক্রবার) সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেইমারের ব্রাজিল। গ্রুপ পর্বে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ ২৮ নভেম্বর (সোমবার) সুইজারল্যান্ডের বিপক্ষে। ৩ ডিসেম্বর (শনিবর) তৃতীয় ম্যাচ হবে ক্যামেরুনের বিপক্ষে। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল রীতিমতো অদম্য ছিল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করেছিল সেলেসাওরা। ম্যাচ হারেনি একটিও। মূল তারকারা আছেন ছন্দে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার