সিলেটSaturday , 26 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

নেইমারের বিশেষ বার্তায় আবেগ আর কষ্ট

Link Copied!

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
তার প্রতিভার অর্ধেক ঝলকই যেন চাপা পড়ে রইলো চোটে। নেইমার বিশ্বসেরাদের একজন, এককভাবেও হতে পারতেন না কি? চোট তাকে কখনই সেই সুযোগটা দেয়নি ক্যারিয়ারে।

আরও একবার নেইমারকে ঘিরে আবর্তিত হচ্ছিল ব্রাজিলের ‘হেক্সা-স্বপ্ন’। সেই নেইমারই চোটে পড়ে গেলেন বিশ্বকাপের এক ম্যাচ পরই। অ্যাঙ্কেলের চোটে গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না। হয়তো শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপটাই।

ব্রাজিলিয়ান সুপারস্টার সেটা জানেন। সার্বিয়ার বিপক্ষে চোট পাওয়ার পর তাই বোধ হয় সাইডবেঞ্চে বসে নীরবে চোখের জল মুছছিলেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিলেন এক আবেগী বার্তা। যার পুরোটা জুড়ে রইলো একরাশ হতাশা আর না পাওয়ার কষ্ট।

Manual6 Ad Code

নেইমারের সেই আবেগঘন ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো…

“এই শার্টটি (জার্সি) পরে আমি যে গর্ব এবং ভালোবাসা অনুভব করি তা বর্ণনাতীত। ঈশ্বর যদি আমাকে জন্মের জন্য একটি দেশ বেছে নেওয়ার সুযোগ দেন, তা হবে ব্রাজিল।

Manual3 Ad Code

আমার জীবনে কিছুই প্রদত্ত বা সহজ ছিল না। আমাকে সবসময় আমার স্বপ্ন এবং আমার লক্ষ্যগুলোকে তাড়া করতে হয়েছে। কখনও কারো ক্ষতি কামনা করিনি বরং যাদের দরকার তাদের সাহায্য করেছি।

Manual1 Ad Code

আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি… এবং আবারও একটি বিশ্বকাপে। আমি ইনজুরিতে পড়েছি। হ্যাঁ, এটা বিরক্তিকর, এটি কষ্ট দেয়। তবে আমি নিশ্চিত যে আমি ফিরে আসার সুযোগ পাব। কারণ আমি আমার দেশ, আমার সতীর্থ এবং নিজেকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

শত্রুরা আমাকে এভাবে বিধ্বস্ত করার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করবে? কখনই না! আমি অসম্ভবের পুত্র এবং আমার বিশ্বাস অসীম।”

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code