সিলেটTuesday , 29 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. ব্রেকিং নিউজ
  13. মতামত
  14. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
  15. রাজনীতি

কানাইঘাটে যুবককে কুপিয়ে হত্যা

Link Copied!

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরবাগ প্রথমখন্ড গ্রামে মঈন উদ্দিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাউরবাগ প্রথমখন্ড গ্রামের সফিক আহমদের পুত্র মঈন উদ্দিনের রক্তাক্ত লাশ একই গ্রামের ক্ষেতের মাঠে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। একপর্যায়ে রাত ৯টার দিকে কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম একদল পুলিশকে নিয়ে ঘটনাস্থলে যান এবং মঈন উদ্দিনের লাশ পুলিশ হেফাজতে নিয়ে আসেন।

নিহত মঈন উদ্দিনের মাথায় গভীর ধারালো আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। তবে কি কারণে মঈন উদ্দিনকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ এ গুপ্ত হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য এলাকায় অভিযান চালাচ্ছে।

এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।