সিলেটTuesday , 29 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বিয়ানীবাজার পৌরসভা কার্যালয়ে নারী কাউন্সিলরের লঙ্কাকাণ্ড নিয়ে তোলপাড়

Link Copied!

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরসভার কার্যালয়ে লঙ্কাকা- ঘটিয়েছেন একজন সংরক্ষিত নারী কাউন্সিলর। প্রকাশ্যে জনসমক্ষে ওই নারী কাউন্সিলর একজন কাউন্সিলরকে জুতা নিয়ে তাড়া করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এনিয়ে পৌরসভাজুড়ে চলছে তোলপাড়। ঘটনাটি ঘটেছে গত ২০ নভেম্বর রোববার বিয়ানীবাজার পৌরসভার কার্যালয়ে। ঘটনার পর থেকে সকল কাউন্সিলর ঐক্যবদ্ধ হয়ে ওই নারী কাউন্সিলরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

নারী কাউন্সিলর শিল্পি বেগমের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ৯ জন কাউন্সিলর সংশ্লিষ্ট দপ্তরে আবেদন প্রেরণ করেছেন। কাউন্সিলরগণ জানান, সোমবার এ নিয়ে পৌরসভার কার্যালয়ে সভা করেছেন। দায়িত্ব গ্রহণের ৫ মাসের মধ্যে একজন নারী কাউন্সিলরের এহেন কান্ডে বিব্রতকর অবস্থায় পড়েছেন বর্তমান মেয়র ফারুকুল হক।

বিয়ানীবাজার পৌরসভার ৯ জন কাউন্সিলর স্বাক্ষরিত মেয়র বরাবরে লিখিত অভিযোগে পৌরসভার সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শিল্পি বেগম, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ এনাম হোসেন এর সাথে অসদাচরণ করেছেন বলে তারা উল্লেখ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২০ নভেম্বর নারী কাউন্সিলর শিল্পি বেগম তার পায়ের সেন্ডেল খুলে বার বার কাউন্সিলর মোহাম্মদ এনাম হোসেন এর উপর আক্রমনের চেষ্টা চালান।

Manual8 Ad Code

সূত্র জানায় গেছে, ঘটনার পর বিষয়টি সমাধানের চেষ্টা চালান বেশ কয়েকজন কাউন্সিলর। সমাধানকালেও নারী কাউন্সিলর একই আচরণ করেন। পরে এ নিয়ে গত বুধবার পৌরসভার মাসিক সভায় বিস্তারিত আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলরগণ।

তারা জানান, বুধবার পৌরসভার নিয়মিত মাসিক বৈঠক হয়েছে। বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিন্তু সেখান থেকে এ নিয়ে কোন সুরাহার উদ্যোগ নেওয়া হয়নি।

এদিকে, গত ২৩ নভেম্বর বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়রসহ ৯জন কাউন্সিলর স্বাক্ষরিত এক আবেদনপত্র মেয়র ফারুকুল হক এর বরাবরে প্রেরণ করা হয়েছে। আবেদনে ৩নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শিল্পি বেগমের আচরণকে গুরুতর অসদাচরণ বলে উল্লেখ করা হয়েছে। আবেদনে প্রকাশ্যে জনসমক্ষে এহেন আচরণের নিন্দা জানিয়ে ওই নারী কাউন্সিলরের অপসারণ দাবী করা হয়েছে। আবেদনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে।

বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর ছয়ফুল আলম ঝুনু, কাউন্সিলর মিছবা উদ্দিন, এহসানুল ইসলাম, মোহাম্মদ এনাম হোসেন, এমাদ আহমদ, সাইফুল ইসলাম, আকবর হোসেন, আব্দুর রহমান আফজল, মোঃ আবুল কাশেম উক্ত অভিযোগ পত্রে স্বাক্ষর করেন।

অপরদিকে, সোমবার দুপুরে এ নিয়ে ৯ জন কাউন্সিলর পৌরসভার হল রুমে পুনরায় সভা করেছেন। সভা শেষে প্যানেল মেয়র ছাইফুল আলম ঝুনু জানান, কাউন্সিলরগণ ওই নারী কাউন্সিলরের অপসারণ না হওয়া পর্যন্ত যা যা করণীয় তা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে জানতে নারী কাউন্সিলর শিল্পি বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাউন্সিলার এনাম হোসেন আমার সাথে অসৎ আচরণ করেছেন।

Manual5 Ad Code

এদিকে কাউন্সিলার এনাম হোসেনকে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

বিয়ানীবাজার পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জি জানান, নারী কাউন্সিলরের বিরুদ্ধে আনা অভিযোগের কপি তিনি ডাকযোগে পেয়েছেন। বিষয়টি নিয়ে মেয়র পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।

Manual6 Ad Code

পৌরসভার মেয়র ফারুকুল হক জানান, বিষয়টি আমি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code