স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের একজনের নতুন কর্মস্থল এখন র্যাব, অন্যজনের সিএমপি।
আজ মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
সিলেট মহানগর পুলিশের যে দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে, তারা সহকারী পুলিশ কমিশনার হিসেবে এখানে কর্মরত রয়েছেন।
এ দুই কর্মকর্তা হলেন তানজিল আহমেদ ও আহমদ নুর।
তানজিলকে সহকারী পুলিশ সুপার হিসেবে র্যাবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে আহমদ নুরকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে বদলিকৃতদের।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার