সিলেটWednesday , 30 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

রোনালদোর থেকে কি শিখলেন রদ্রিগো

Link Copied!

স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড় রোনালদো নাজারিওর পায়ের জাদু দুহাত ভরে নিতে দেখা গেল দেশটির খেলোয়াড় রদ্রিগোকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এই ভিডিওটা রীতিমত ভাইরাল। রোনালদোকে সাক্ষাৎকার দেওয়া শেষে রদ্রিগো তার পায়ে হাত বুলিয়ে কি যেন নিজের করে নিলেন, ভিডিওতে তেমনই কিছু দেখা গেছে।

অনুষ্ঠান শেষে রীতিমত হাসির রোল পড়ে যায় দুইজনের মুখেই। কি রোনালদো কি রদ্রিগো, দুজনেই হেসেছেন সমানে সমান। তুমুল সাড়া জাগানো এই ভিডিওর ঘটনাটি ঘটে ব্রাজিল ও সুইজারল‌্যান্ডের ম‌্যাচ শেষে। গ‌্যালারিতে বসে রোনালদো এদিন দলের বিজয় দেখেছেন, তার সঙ্গী ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, রবার্তো কার্লোস ও কাকা।

ম‌্যাচ শেষে টিভিতে সাক্ষাৎকার দিতে হাজির হন রদ্রিগো। তখন সামনে পান নিজের আইডল রোনালদোকে। এ সময় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রদ্রিগো বললেন, ‘আমার জন‌্য এটা অত‌্যন্ত আনন্দের আমি আপনার সঙ্গে এখানে কথা বলতে পারছি। বিশ্বকাপ সব সময়ই রোমাঞ্চের। এটা আমার প্রথম বিশ্বকাপ। খুব ভালো সময় যাচ্ছে আমার। প্রতিদিন নতুন কিছু শিখছি। যেখানেই যাচ্ছি নতুন কিছু শিখছি। সেটা ট্রেনিং হোক, হোটেলে কিংবা কোনো সাক্ষাৎকার দিতে গিয়েও। ঈশ্বরকে ধন‌্যবাদ জানাই, আমাকে এখানে নিয়ে এসেছেন। মাঠে খেলার সুযোগ দিচ্ছেন।’