গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ের মাস বরণ উপলক্ষে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ডিসেম্বর) সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবনের সামন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


