সিলেটMonday , 5 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. ব্রেকিং নিউজ
  13. মতামত
  14. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
  15. রাজনীতি

জগন্নাথপুরে পুকুর থেকে সিলেটের কিশোরের লাশ উদ্ধার

Link Copied!

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পানি ডুবে সুজন মিয়া (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার মক্রমপুর গ্রামের শাহবাড়ী পাঞ্জেগানা মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। তবে সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

সুজন মিয়া সিলেটের শাহপরাণ থানাধীন দেওয়ানের চক এলাকার পাখি মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় উপজেলার মক্রমপুর গ্রামের শাহবাড়ী পাঞ্জেগানা মসজিদের পুকুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে মারা যান সুজন মিয়া। তিনি মৃগীরোগী ছিলেন। কয়েকদিন আগে সুজন মক্রমপুরে গ্রামে তাঁর নানার বাড়িতে বেড়াতে যায়।

বিষয়টি নিশ্চিত করে পাটলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, সুজন মিয়া মৃগীরোগী ছিলেন। এ রোগের কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।