সিলেটWednesday , 7 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. ব্রেকিং নিউজ
  13. মতামত
  14. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
  15. রাজনীতি

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

Link Copied!

ক্রীড়া প্রতিবেদক:
সিরিজের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ এগিয়ে আছে ইতোমধ্যেই। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ দল।

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গিয়েছে। যেখানে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

টস জয়ের পর লিটন বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে চাই। উইকেটটা দেখতে বেশ ভালো লাগছে, শেষ ম্যাচে আমরা দেখেছি দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন ছিল। আমাদের একটি পরিবর্তন আছে, নাসুম খেলছেন আর হাসান মাহমুদ খেলছেন না। ছেলেরা এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছে।’

টস হারের পর রোহিত শর্মা জানান, ‘আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরাও শুরুতে বোলিংই করতাম, যেন আমরা তাদের একটি নিদিষ্ট স্কোরে আটকে রাখতে পারি। আমাদের দুটি পরিবর্তন আছে। অক্ষর প্যাটেল ফিরে এসেছেন এবং তিনি শাহবাজ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। কুলদীপ সেনের পরিবর্তে আমরা ওমরান মালিককে যুক্ত করেছি।’