স্টাফ রিপোর্টার:
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শত শত পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার পর তাদের অবস্থান নিতে দেখা যায়। বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের প্রিজন ভ্যান এবং জলকামানও দেখা গেছে।
আগামী ১০ ডিসেম্বর (শনিবার) বিএনপির সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে পল্টন এলাকা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কয়েকশ নেতাকর্মী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়।