সিলেটWednesday , 7 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিরিজ জয়ের লক্ষ্যে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

Link Copied!

ক্রীড়া প্রতিবেদক:
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে এগিয়ে গিয়েছে বাংলাদেশ দল। এবার সিরিজ জয় নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচে আজ বুধবার মিরপুর শেরে-ই বাংলা মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। স্থানীয় সময় বেলা বারোটায় শুরু হবে ম্যাচটি।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারতের হাতের নাগালের ম্যাচ কেড়ে নিয়েছিল লিটন দাসের দল। শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে মেহেদী হাসান মিরাজ গড়েন অনবদ্য ৫১ রানের জুটি। তাতেই ভারতের পকেটের ম্যাচকে টাইগার অলরাউন্ডার মিরাজ বের করে আনেন একা হাতেই।

ম্যাচ শেষে অবশ্য মিরাজ সেদিন জানিয়েছিলেন, ‘সত্যি বলতে আমি বিশ্বাস করছিলাম। আমার বিশ্বাস খুব ভালো ছিল। আমার কাছে একবারও মনে হয়নি ম্যাচটা হারবো। আমার মনে চলছিল, আমি পারবো। বারবার নিজেকে বলেছি আমি পারবো, আমি পারবো।’

এদিকে প্রথম ম্যাচে হারের পর অবশ্য কিছুটা ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান অবশ্য আশাবাদী এ ম্যাচে ভালো খেলে ঘুরে দাঁড়াতে। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে ধাওয়ান বলেন, ‘এটা নতুন শুরু। আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি। অনেক ইতিবাচক আছি এ ব্যাপারে। ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি আমরা।’

প্রথম ওয়ানডেতে ইনজুরির কারণে দলে ছিলেন না তাসকিন আহমেদ। তবে স্বস্তির কথা পিঠের ব্যথা থেকে মুক্তি পেয়ে অনুশীলনে ফিরেছেন এই পেসার। তবে টিম ম্যানেজমেন্ট এখনই তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। ম্যাচের আগের দিন হেড কোচ রাসেল ডমিঙ্গোর কথাতে সেই বার্তার আভাসই পাওয়া গেল।

ডমিঙ্গো যেমনটা বলেছেন, ‘তিন-চার দিন আগে তাসকিনকে ইঞ্জেকশন দেয়া হয়েছে। গতকাল জিম করেছে, আজ ৫-৬ ওভার বোলিং করেছে। আমি নিশ্চিত না দ্বিতীয় ম্যাচে ওকে খেলিয়ে ঝুঁকি নেব কিনা। সামনে দুটি টেস্ট আছে আমাদের, এছাড়া বাকি বোলারদেরও ম্যাচ খেলিয়ে উন্নতির সুযোগ করে দিতে হবে।’

কোচের কথার সুরে সুর মিলিয়ে বলা যাচ্ছে তাসকিন আহমেদ দলে ফিরছেন না। তো বলায় যায় সিরিজ নিশ্চিতের ম্যাচে শেষ ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। সুতরাং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজও লিটন দাসের সাথে ওপেনিংয়ে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।

এদিকে বাংলাদেশ দলকে সমর্থন দিতে মাঠে দেখা যাবে হাজার হাজার দর্শককে। যার রেশ দেখা গিয়েছে গতকাল টিকেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে হাহাকারের দৃশ্যে। বাংলাদেশ-ভারত সিরিজের টিকেট যেন এখন সোনার হরিণে রূপান্তরিত হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার