সিলেটMonday , 12 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

স্ত্রীকে ব্যতিক্রমী উপহার দিয়ে চমক, জানালেন কারণ

Link Copied!

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
বিয়ের অনুষ্ঠানে অদ্ভুত এক উপহার পেয়েছেন কনে। তাও আবার স্বামীর কাছ থেকেই। বিয়ের দিনে কনে উপহার হিসেবে একটি গাধা পেয়েছেন স্বামীর কাছ থেকে। এই উপহারের ছবি পোস্ট করতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

পাকিস্তানের বাসিন্দা বরিষা জাভেদ খান ও আজলান শাহ। বর ও কনে দুজনই পাকিস্তানের ইউটিউবার। সম্প্রতি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়েতে নিজের স্ত্রীকে উপহার হিসেবে বাচ্চা গাধা দিয়েছেন আজলান। এই উপহার দৃষ্টি আকর্ষণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের।

Manual1 Ad Code

উপহারের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই উপহার দেওয়ার কারণও ব্যাখ্যা করেন আজলান। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি সবসময় জানতাম বাচ্চা গাধা পছন্দ করে বরিষা। তাই আমার পক্ষ থেকে ওর জন্য এটাই রইল বিয়ের উপহার।’ এদিকে উপহার পেয়ে বেজায় খুশি কনে বরিষা। ছবিতে হাসিমুখ দেখেই তা বোঝা যায়। এই ছোট্ট গাধার সঙ্গে একাধিক ছবিও পোস্ট করেছেন তারা।

বউভাতের অনুষ্ঠানে গাধাটাকে নিয়ে আসার এবং তা নিজের স্ত্রীকে উপহার দেওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন আজলান। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রশ্ন হলো উপহার হিসেবে শুধু গাধা কেন? এর উত্তর হলো তুমি গাধা পছন্দ করো এবং দ্বিতীয়ত, বিশ্বে সবচেয়ে কর্মঠ ও স্নেহশীল প্রাণী।’

Manual4 Ad Code

এদিকে ইনস্টাগ্রাম থেকে জানা গেছে, এই বাচ্চা গাধার নাম দেওয়া হয়েছে ভোলা। বাচ্চা গাধার সঙ্গে একটা ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছিলেন, ‘হাম অর হামারা ভোলা’।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code