স্পোর্টস ডেস্ক:
ফ্রান্স ও ইংল্যান্ডের ম্যাচ শুরুর আগে কিলিয়ান এমবাপেকে অপমান করেছিলেন ইংলিশ ফুটবলার কাইল ওয়াকার? ম্যাচের দুদিন পর সামনে আসা নতুন একটি ভিডিও আলোচনার জন্ম দিয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, এমবাপে ওয়াকারের সঙ্গে হাত মেলাতে যান। কিন্তু ওয়াকার তাতে পাত্তা দেননি। ফরাসি সংবাদমাধ্যম ইংলিশ ফুটবলারদের কাণ্ডে রীতিমতো ফুঁসছে।
ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে এমবাপেকে আটকানোর দায়িত্ব ছিল ওয়াকারের উপরেই। একবার-দু’বারের বেশি সেই কাজে সফল হননি ওয়াকার। কিন্তু ম্যাচের আগে থেকেই যে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছিল, সেটা এ ভিডিও দেখেই বোঝা গেছে। মাঠে নামার আগে টানেলে সাধারণত ফুটবলাররা একে অপরের সঙ্গে হাত মেলান। ক্লাব সতীর্থের দেখা পেলে তাকে জড়িয়ে ধরেন।
এমবাপে যদিও ওয়াকারের সঙ্গে এক ক্লাবে খেলেন না। কিন্তু সৌজন্যের খাতিরে তিনি হাত মেলাতে গিয়েছিলেন। প্রথমে ওয়াকারের সঙ্গে, তারপর জর্ডান হেন্ডারসনের সঙ্গে। কিন্তু কেউই আগ্রহ দেখাননি। চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এমবাপে কিছুক্ষণ হাত বাড়িয়ে থাকার পর হাসতে হাসতে সরে যান।
ফ্রান্সের ফুটবলার ঘটনাটি পাত্তা না দিলেও ভিডিও প্রকাশ্যে আসতে তোলপাড় শুরু হয়েছে। ফরাসি সংবাদ মাধ্যমের দাবি, এমবাপেকে অপমান করা হয়েছে। ভদ্র বলে তিনি কিছু বলেননি। যদিও ফরাসি সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার