সিলেটTuesday , 27 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ওপেনার জাকিরের প্রশংসায় সাকিব

Link Copied!

ক্রীড়া প্রতিবেদক :
সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নিয়মিত ওপেনার তামিম ইকবাল না থাকায় অভিষেক হয়েছিল জাকির হাসানের। আর সাদা পোশাকের শুরুটাও রঙিন করেছেন সিলেটের এই ক্রিকেটার। চট্টগ্রামের সাগরিকায় নিজের অভিষেক টেস্টে করেছেন সেঞ্চুরি। এরপর মিরপুরে শেষ টেস্টেও ব্যাট হাতে পেয়েছেন রানের দেখা। জাকিরের এমন পারফর্মম্যান্সে অবশ্য খুশি অধিনায়ক সাকিব আল হাসান।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে জাকির এক সেঞ্চুরি এবং এক অর্ধ-শতকে প্রায় ৪৬ গড়ে করেছেন ১৮৬ রান। রোববার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ হারের পর অবশ্য সংবাদ সম্মেলনে আসেন সাকিব। সাংবাদিকের করা প্রশ্নে জাকিরের প্রসঙ্গ আসলে টাইগার অধিনায়ক প্রশংসা করতে একটুও কার্পণ্য করেননি।

সেসময় সাকিব বলেন, ‘জাকিরের জন্য একটা সুবিধা হচ্ছে, ও কিন্তু নতুন ক্রিকেটার নয়। অনেক অভিজ্ঞ ক্রিকেটার। ৭০টি ম্যাচ খেলেছে। খেলার মধ্যে ওই ব্যাপারটি দেখা যায়। যখন ১৯-২০ বছরের একটি ছেলে খেলবে, তার খেলার যে ধরন, একটা ৩০ বছরের ছেলে, জাতীয় দলের আশপাশ দিয়ে ছিল সবসময়, ৬০-৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আসা ক্রিকেটার, তার টেম্পারমেন্ট দেখলেই পার্থক্য বুঝতে পারবেন।’

সাকিব আরো বলেন, ‘আমি যেটা চাচ্ছি, এরকম (জাকির) ক্রিকেটাররা যদি আসে, যে ৫-৬-১০ বছর সার্ভিস দেবে বাংলাদেশকে। তাদের ভালো সার্ভিস দেয়ার সম্ভাবনাও বেশি। জয় কিন্তু প্রক্রিয়ার বাইরে নয়। অবশ্যই প্রক্রিয়া আছে। যখন কেউ ‘এ’ দলে রান পাওয়া শুরু করবে, তার জন্য সুযোগ আসবে। আমি চাই তারা যেন ভালোভাবে নিতে পারে সুযোগটা, যেন তাদের ক্যারিয়ারও এরকম হয় যে ১০-১২-১৫ বছর খেলবে বাংলাদেশ দলে, ১০০ টেস্ট খেলবে।’