সিলেটSaturday , 7 January 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মাদরাসার পাশে পড়েছিল গলায় গামছা পেঁচানো মরদেহ

Link Copied!

সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় একটি মাদরাসার পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় একটি লাল-হলুদ রংয়ের গামছা পেঁচানো ছিল। শনিবার (৭ জানুয়ারি) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর সংলগ্ন গোলাম নবী হাফিজিয়া মাদরাসার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পর কে বা কারা মরদেহ ওই স্থানে ফেলে চলে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয়রা কর্মস্থলে যাওয়ার সময় সড়কের পাশে নিহতের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক রাজু মন্ডল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।