আন্তর্জাতিক ডেস্ক :
ভ্লাদিমির পুতিনের দু’দিনের যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেও রুশ হামলায় দুই ইউক্রেনীয় নিহত ও ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো রোববার বলেছেন, রাশিয়ার সশস্ত্র আগ্রাসনের ফলে গত ২৪ ঘণ্টায় দোনেৎস্কের পূর্বাঞ্চলে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। একই সময়ে খারকিভের উত্তর-পূর্বাঞ্চলে আরও একজন নিহত এবং খেরসনের দক্ষিণাঞ্চলে আরেকজন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি পৃথক বিবৃতিতে বলেছে, রাশিয়ার তথাকথিত ‘যুদ্ধবিরতি’ সত্ত্বেও তারা ৯টি ক্ষেপণাস্ত্র ও তিনটি বিমান হামলা চালিয়েছে এবং একাধিক রকেট লঞ্চার থেকে ৪০টি হামলা চালিয়েছে। এতে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ অর্থডক্স চার্চের বিধান অনুসরণকারী রাশিয়ায় ৬ জানুয়ারি ক্রিসমাস ইভ এবং ৭ জানুয়ারি ক্রিসমাস বা বড়দিন উদযাপিত হয়। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই একই সময় বড়দিন পালন করে।
এ উপলক্ষেই বৃহস্পতিবার ভ্লাদিমির পুতিন এক আকস্মিক ঘোষণায় বলেন, রুশ সৈন্যরা শুক্রবার থেকে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করবে।
যুদ্ধবিরতির এই ঘোষণা কিয়েভ প্রত্যাখ্যান করেছিল এবং বিভিন্ন স্থানে লড়াই অব্যাহত রয়েছিল বলে খবর এসেছিল আগেই। রাশিয়া তখন বলেছিল, তাদের বাহিনীর অবস্থানগুলোর ওপর ইউক্রেন গোলাবর্ষণ করে চলেছে এবং আক্রান্ত হলে তারাও পাল্টা গোলা ছুঁড়ছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার