সিলেটThursday , 12 January 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

চট্টগ্রামে স্ত্রী-সন্তান হত্যার দায়ে যাবজ্জীবন

Link Copied!

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরের পাচঁলাইশ থানা এলাকায় স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় একমাত্র আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার রাজঘাটা এলাকায়। তার বাবার নাম ইয়াকুব আলী বলে জানা গেছে।

আদালত সূত্র জানায়, ১৯৯৫ সালের ৩০ মে নগরের পাঁচলাইশ থানার মরাদপুর এলাকার বাসায় স্ত্রী কামরুন নাহার সুমনা ও মেয়ে কোহিনুরকে হত্যা করেন আবুল কালাম আজাদ। এরপর তিনি পালিয়ে যান। এ ঘটনায় নিহত সুমনার বাবা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার প্রায় সাড়ে ২৭ বছর পর এ রায় ঘোষণা হয়।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী মো. মূসা বলেন, মামলাটিতে একমাত্র আসামির বিরুদ্ধে ৩০২ ধারার অপরাধ প্রমাণিত হয়েছে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।