সিলেটTuesday , 17 January 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

মোনালিকে ‘প্লাস্টিক সুন্দরী’ বলে কটাক্ষ

Link Copied!

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
মোনালি ঠাকুর বাংলা ও বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ। সুর দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন এই বাঙালি কন্যা। বেশ কয়েক মাস তিনি ছিলেন আলোচনার বাইরে। সম্প্রতি ‘সুপার সিঙ্গার ৪’-এর বিচারকের আসনে ফিরছেন মোনালি। স্টার জলসার এই মিউজিক রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে দেখা যাচ্ছে ‘মোহ মোহ কে ধাগে’ খ্যাত গায়িকাকে।

গানের পাশাপাশি আলোচনায় থাকে মোনালির সৌন্দর্যও। অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। মোনালির সাম্প্রতিক ছবি ঘিরে বিতর্কের শেষ নেই। নেটিজেনদের বড় অংশের দাবি, মুখের আদলের খুঁত ঢাকতে সার্জারি করিয়েছেন মোনালি।

Manual8 Ad Code

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন সংগীত তারকা। সেখানেই মোনালির ঠোঁট ও গালের আকার দেখে নানা মন্তব্য এসেছে। একজন লেখেন, ‘এ কী অবস্থা মুখের?’, আরেকজন লেখেন, ‘নাকে সার্জারি করিয়েছ নাকি?’ এক নেটিজেন লেখেন, ‘বয়সের ছাপ মুখে স্পষ্ট, কেমন একটা দেখতে লাগছে’।

Manual6 Ad Code

মোনালি অবশ্য এসব কটাক্ষ নিয়ে মুখ খোলেননি। বর্তমানে মুহূর্তে শান ও রূপম ইসলামের সঙ্গে ‘সুপার সিঙ্গার ৪’-এর বিচারকের আসনে রয়েছেন মোনালি। এই শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন যিশু সেনগুপ্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় মোনালি। শক্তি ঠাকুর কন্যার ইনস্টাগ্রামের পাতায় হরহামেশাই গ্ল্যামারাস ফটো আপলোড করে থাকেন। মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় কালো মনোকিনিতে ছবি আপলোড করে তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন মোনালি। যদিও নিন্দুকদের কথা মাথাতেই নেননি তিনি।

গত বছর হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় নিয়েছিলেন গায়িকা। কিন্তু কেন? তার জবাব ছিল, ‘সবসময়ই নিজের মস্তিষ্ক, নিজের দক্ষতাকে রিফ্রেশ করতে চেয়েছি। আশা করছি, এই সময়টা আপনারাও নিজেদের রিফ্রেশ করেছেন।’

Manual6 Ad Code

স্পষ্টভাবে কিছু না-জানালেও ব্যক্তিগত জীবনে সমস্যার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জল্পনা ঘনিষ্ঠমহলে। ২০২০ সালে হঠাৎ নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন মোনালি। সেই সময় হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মোনালি বলেছিলেন, তিন বছর আগে জার্মান প্রেমিক মাইকের (রিচটের) সঙ্গে বিয়ের পর্ব সেরেছেন তিনি। করোনাকালে স্বামীর সঙ্গে বিদেশেই ছিলেন। পরে হঠাৎ মাইকের সঙ্গে সব ছবি মুছে ফেলেন মোনালি। পরস্পরকে আনফলোও করেছেন তারা। সেখান থেকে মোনালির দাম্পত্যে যে ভাঙন ধরেছে তা অনেকটাই স্পষ্ট।

 

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code