সিলেটSunday , 22 January 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে দুই নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় যুবদল

Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য উমেদুর রহমান উমেদ ও মোস্তফা কামাল ফরহাদের ওপর ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

এক বিবৃতিতে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এই দাবি জানান।

সংবাদমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তারা বলেন, ‘জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নিবেদিত কর্মী উমেদুর রহমান উমেদ ও মোস্তফা কামালের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানি গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ বরখেলাপ। মামলা ও হামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না।’

তারা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে যুবদল নেতাদের ওপর থেকে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।