ক্রীড়া প্রতিবেদক:
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের খেলোয়াড় দিলারা আক্তার সুযোগ পেয়েছিলেন আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার সিক্সের ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন ব্যাটার দিলারা। নতুন করে তার জায়গায় সুযোগ পেয়েছেন ফারজানা হক পিংকি।
ডান পায়ের গোড়ালির চোটে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তো শেষ, এবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নও ধূলিসাৎ হয়ে গেল এই নারী ব্যাটারের। আগামী মাসের ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ যাত্রা।
বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ স্কোয়াড :
নিগার সুলতানা জ্যোতি (ক্যাপ্টেন), মারুফা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, শোভনা মোস্তারি এবং ফারজানা হক পিংকি।