স্টাফ রিপোর্টার:
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, আগামী দিনে বিএনপি-জামায়াতকে রাজপথে নামতে দেব না। ১০ ডিসেম্বর বিএনপি আল্টিমেটাম দিয়েছিল ১১ ডিসেম্বর তারেক জিয়া দেশে আসবে। কোথায় সে। আর্জেন্টিনার মতো ফুটবলের কিক দিয়ে তাদেরকে পরাজিত করেছি। ২০২৪ সালে ভোট দিয়ে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। পদ্মার এপারে বিএনপি-জামায়াতকে রাজপথে নামতে দেওয়া হবে না। ওরা আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। এরা জাত সাপ, কাল সাপ। এদেরকে ছাড় দেওয়ার সুযোগ নেই। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের সকল মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে।
তিনি বলেন, বিপথগামী যুবক যুবলীগে আসতে পারবে না। কমিটি বাণিজ্য করা যাবে না। কমিটি বাণিজ্য করে নেতৃত্বকে দূরে সরাতে পারবেন না। দলের পোড় খাওয়াদের কমিটিতে আনতে হবে।
এর আগে দুপুর ১২টার দিকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথি ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ ও খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ।
সভাপতিত্ব করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। রাতে সম্মেলনের দ্বিতীয় পর্বে খুলনা মহানগর ও জেলা যুবলীগের কমিটি ঘোষণার কথা রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার