সিলেটTuesday , 24 January 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

মহাসড়কের পাশে জন্ম নেওয়া সেই শিশু এখন সিলেটে

Link Copied!

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন তরুণীর (২৫) জন্ম দেওয়া নবজাতকের ঠাঁই হলো সিলেটে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসে।

Manual8 Ad Code

আদালতের সিদ্ধান্তে সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় ওই নবজাতককে সিলেটে অবস্থিত ছোটমনি নিবাসে পাঠায় হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ।

Manual1 Ad Code

এর আগে গত রোববার বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক তরুণীর প্রসববেদনা ওঠে। তখন আশপাশে অবস্থান করছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব জাকিয়া পারভীন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক বদিউজ্জামান, আসিফ ইকবালসহ কয়েকজন চিকিৎসক। তাঁরা সেখানে গিয়ে মহাসড়কে কাপড় টানিয়ে ওই তরুণীর ছেলেসন্তান প্রসব করান।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক আল মামুন গণমাধ্যমকে বলেন, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ও নবজাতককে সোমবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত শিশুটিকে ছোটমনি নিবাসে নেওয়ার আদেশ দেন। সেই অনুয়ায়ী রাত ১২টায় পুলিশের সহযোগিতায় একটি অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে সিলেটের বাগবাড়ি এলাকায় সরকারি ছোটমনি নিবাসে পাঠানো হয়। শিশুটি সুস্থ আছে। আর শিশুর মা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code
Manual2 Ad Code