সিলেটThursday , 26 January 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শেখ মুজিবুর রহমানের ‘স্মৃতির মিছিল’

Link Copied!

স্টাফ রিপোর্টার:
দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, দৈনিক পাকিস্তান পত্রিকায় প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয়টি নিবন্ধ গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। গ্রন্থনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন চন্দন চৌধুরী।

এ গ্রন্থে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও তফাজ্জল হোসেন মানিক মিয়াকে নিয়ে লিখিত বঙ্গবন্ধুর স্মৃতিচারণগুলো বিশেষভাবে সংকলিত হয়েছে। সংকলিত নিবন্ধগুলো ভাগ করা হয়েছে দুটো অধ্যায়ে।

প্রথম অধ্যায়ে জায়গা পেয়েছে চারটি নিবন্ধ—১. নেতাকে যেমন দেখিয়াছি, ২. একটি জীবন : শত স্মৃতি, ৩. শহীদ চরিত্রের অজানা দিক, ৪. স্মৃতির মিছিল। দ্বিতীয় অধ্যায়ে আছে—১. আমাদের মানিক ভাই, ২. আমার মানিক ভাই।

এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও স্মৃতিচিত্র যুক্ত হয়েছে গ্রন্থটির পরিশিষ্ট অংশে। প্রতিটি লেখার সঙ্গে যুক্ত হয়েছে প্রকাশের তারিখসহ মূল পত্রিকার পৃষ্ঠাগুলো। লেখাগুলো পড়ার পর পাঠকের মনে গভীর ছাপ ফেলবে জাতির পিতার দৃষ্টিভঙ্গি। তিনি যখন এসব লিখেছিলেন, প্রগাঢ় প্রাণের পরিভাষায় তা যেন মুদ্রিত হচ্ছিল পূর্বকালের রোদ্রচ্ছায়া।

শেখ মুজিবুর রহমানের ‘স্মৃতির মিছিল’
গ্রন্থনা ও সমন্বয়কারী: চন্দন চৌধুরী
প্রথম প্রকাশ: আগস্ট ২০২২
প্রকাশক: বেহুলাবাংলা