অনলাইন ডেস্ক :
ব্রিটিশ প্রিন্সেস ডায়ানার বেগুনি রঙের রাজকীয় একটি গাউন নিলামে বিক্রি হয়েছে। ছয় লাখ ডলারে বিক্রি হয় সেই গাউন, যা বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকার বেশি। খবর ফোর্বসের।
সোথেবি নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই নিলামের আয়োজন করে। ১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন। শেষবার ভ্যানিটি ফেয়ারের ফটোশুটেও তাকে এই গাউনে দেখা যায়।
এই মূল্যবান পোশাকটি এবার দ্বিতীয় দফা নিলামে উঠেছিল। ফ্যাশন আইকন হিসেবে ডায়ানার পোশাকগুলোর পরিচিতি বিশ্বজুড়ে। মৃত্যুর আগে ৮০টি পোশাক নিলামে তোলেন ডায়ানা।