স্টাফ রিপোর্টার:
সিলেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. নাসির উদ্দিন খানের পরিচালনায় এ সমাবেশ শুরু হয়।
সিলেট মহাগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা জেবুন্নেছা হক বক্তব্য রাখবেন। তারা ইতোমধ্যে সমাবেশমঞ্চে এসে উপস্থিত হয়েছেন।
বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে অনুষ্ঠিত হচ্ছে সিলেট আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’।
এই সংবাদটি পড়া হয়েছে : 995 বার