সিলেটMonday , 6 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সর্বোচ্চ গ্র্যামি জয়ের রেকর্ড গড়লেন বিয়ন্সে

Link Copied!

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :
সর্বোচ্চ গ্র্যামি জয়ের রেকর্ড গড়লেন মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী বিয়ন্সে। এবারের ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে চারটি পুরস্কার জিতেছেন তিনি। এর মধ্য দিয়ে ১৯৯৭ সালে জর্জ সলতির করা ৩১টি গ্র্যামি জয়ের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন এই সংগীত তারকা। ৩২টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে শীর্ষস্থান দখলে নিয়েছেন তিনি।

Manual1 Ad Code

আজ সোমবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। এবারের আসরের শুরুতেই সেরা ড্যান্স রেকর্ডিং ও সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে দুটি গ্র্যামি জিতে ইতিহাস তৈরির কাছে পৌঁছে যান বিয়ন্সে। এতে তার গ্র্যামির সংখ্যা দাঁড়ায় ৩০-এ। এরপর সেরা আর অ্যান্ড বি গান ও সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম ক্যাটাগরিতে আরও দুটি গ্র্যামি জিতে গড়েন নতুন ইতিহাস।

৩১টি গ্র্যামি জিতে ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের রেকর্ডটি এতদিন নিজের দখলে রেখেছিলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ যন্ত্রসংগীত পরিচালনাকারী জর্জ সলতি। ২০ বছরের বেশি সময় ধরে টিকে থাকা রেকর্ডটি গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে ভেঙে দিলেন বিয়ন্সে।

Manual3 Ad Code

পুরস্কার মঞ্চে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিয়ন্সে বলেন, ‘আমি খুব বেশি আবেগপ্রবণ না হওয়ার চেষ্টা করছি এবং আমি শুধু এই রাতে গ্রহণ করার চেষ্টা করছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে রক্ষা করার জন্য। আমি আমার চাচা জনিকে ধন্যবাদ জানাতে চাই, যিনি এখানে নেই কিন্তু তিনি আছেন অনুভূতিতে।’ সবশেষে পিতামাতা, স্বামী ও তিন সন্তানকে ধন্যবাদ জানান তিনি।

গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আসরে ড্যান্স রেকর্ডিং ক্যাটাগরিতে ‘ব্রেক মাই সোল’ গানের জন্য, আর অ্যান্ড বি পারফরমেন্স ক্যাটাগরিতে ‘প্লাস্টিক অফ দ্য সোফা’ গানের জন্য, সেরা আর অ্যান্ড বি গান ক্যাটাগরিতে ‘কাফ ইট’ গানের জন্য ও সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম ক্যাটাগরিতে ‘রেনেসাঁ’ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন বিয়ন্সে।

স্থানীয় সময় রবিবার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা) কৌতুক অভিনেতা ট্রেভর নোয়াহের সঞ্চালনায় মূল অনুষ্ঠানটি শুরু হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপটো ডটকম অ্যারেনায়।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code