সিলেটTuesday , 7 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

মায়ের মৃত্যুর জন্য আদিলকে দায়ী করলেন রাখি

Link Copied!

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:
ড্রামা কুইন রাখি সাওয়ান্ত ও স্বামী আদিল দুরানির দাম্পত্য কলহের শেষ নেই। আদিলের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগে সোমবার স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন।

Manual4 Ad Code

এবার আদিলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করলেন রাখি। আদিলের জন্যই মৃত্যু হয়েছে তার মায়ের।

Manual7 Ad Code

রাখির অভিযোগ, ‘আদিলের জন্যই আমার মায়ের মৃত্যু হল। সঠিক সময়ে চিকিৎসা হলে মাকে হয়তো বাঁচানো যেত। আর কত কষ্ট দেবে আদিল।’

রাখি বলেন, ‘আমি যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়। ওই টাকা আমার, আদিলের নয়। এরপর আমার মায়ের অর্থের প্রয়োজন হয়, একটি অস্ত্রোপচার করানোর প্রয়োজন ছিল। কিন্তু আদিল প্রয়োজন মতো টাকা হাসপাতালে দেয়নি। খুব সামান্য টাকা আমার বৌদির হাতে দিয়েছিল। আদিল টাকা না দেওয়ার জন্যই সময়মতো অস্ত্রোপচার করানো যায়নি মায়ের। আদিলের জন্যই মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন।’

রাখি আরও বলেন, ‘আদিল তার সব জিনিসপত্র নিয়ে ওই মহিলার বাড়িতে থাকতে চলে গেছেন। ৫-৬ লাখ টাকা আর তার মায়ের সব গয়না সঙ্গে করে নিয়ে গেছেন।’

রাখি দাবি করেন, ওই মেয়ের নাম তনু। মেয়েটির সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।

Manual4 Ad Code

ড্রামা কুইন বলেন, ‘আদিল আমাকে বলেছিল সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চাইতে। আমি যদি ক্ষমা চাই, তা হলে ও ফিরে আসবে। ও বলেছিল সবাইকে ছেড়ে দিয়ে আমার কাছে আসবে। কিন্তু ও আসেনি।’

Manual6 Ad Code

 

Manual1 Ad Code
Manual3 Ad Code