সিলেটWednesday , 8 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বাংলাদেশে এশিয়া কাপ না আয়োজনের কারণ জানালেন পাপন

Link Copied!

Manual3 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সূচি অনুযায়ী- এশিয়া কাপের পরবর্তী আসর বসেছে পাকিস্তানে। তবে, গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি মন্তব্যে ক্রিকেট পাড়ায় উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত এসিসির সভায় টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে এখনো কোন সমাধান মেলেনি।

Manual4 Ad Code

শেষ পর্যন্ত পাকিস্তানে যদি এশিয়া কাপ না হয়, তাহলে বিকল্প আয়োজক দেশ হিসেবে থাকতে পারত বাংলাদেশের নাম। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ‘সেসময় আবহাওয়া অনুকূলে না থাকায় এশিয়া কাপ আয়োজনে আগ্রহ দেখায়নি বাংলাদেশ।’

সেই সভা থেকে ফিরে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘আগামী মার্চে এশিয়ার কাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু আনুষ্ঠানিক আয়োজক পাকিস্তান, এটা তারাই ঠিক করবে।’

সভায় আলোচনার বিষয়ে তিনি বলেন,‘আমাদের সভায় আলাপ হয়েছে আগামী মার্চে আইসিসির একটি সভা আছে, সেই সভার সঙ্গে এসিসিরও একটি সভা রেখেছি আমরা। আশা করি ওখানে ঠিক করতে পারব যে টুর্নামেন্ট কোথায় হবে।’

Manual6 Ad Code

পাকিস্তানে না হলে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করা হতে পারে বলে সেসব দেশের সংবাদমাধ্যমে গুঞ্জন তোলে। তবে সেই বিবেচনায় বাংলাদেশ নেই নিশ্চিত করে পাপন বলেন, ‘যদি পাকিস্তানের বাইরে হয়, তাহলে বাংলাদেশ একটা অপশন হতে পারত। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, ওই সময় যে পরিমাণ বৃষ্টি হয়…টি-টোয়েন্টি হলেও একটা সুযোগ নেওয়া যায়, কিন্তু ওয়ানডে আমাদের পক্ষে কোনোভাবেই করা সম্ভব নয়। যেহেতু আমরা জানি ওই সময়টায় খেলা আমরা ভালোভাবে শেষ করতে পারব না, সেজন্য আমরা কোনো অ্যাপ্রোচও করিনি।’

Manual1 Ad Code

রাজনৈতিক সমস্যার কারণে পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে রাজি নয় ভারত। তবে পাকিস্তান নিজেদের মাটিতে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য এখনো লড়ে যাচ্ছে। স্পন্সর বা অন্যান্য বিষয় চিন্তা করে ভারত ছাড়া টুর্নামেন্ট আয়োজন করাও অসম্ভব।

 

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code