স্টাফ রিপোর্টার:
পর্তুগালে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সুনামগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। পর্তুগালের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৯টায় লিসবনে দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত মোহাম্মদ আব্দুল মোমিনের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকার মাধবপুর গ্রামে।
পর্তুগালে বসবাস করা সিলেটিদের কাছ থেকে বিষয়টি জানা গেছে।
জানা যায়, মোহাম্মদ আব্দুল মোমিন লিসবনে ফুড ডেলিভারির কাজ করতেন। তিনি সাইকেল চালিয়ে ফুড ডেলিভারি করতেন। বুধবার দিনগত রাতেও তিনি কাজে ছিলেন। তখন দুর্ঘটনায় শিকার হয়ে নিহত হন তিনি।
বর্তমানে তার মরদেহ হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার