স্পোর্টস ডেস্ক :
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) সবচেয়ে জনপ্রিয়। জৌলুস ও অর্থমূল্যের বিচারে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের কাছে আইপিএল অনুসরণীয় প্ল্যাটফর্ম। এবার আইপিএলের আদলে প্রথমবারের মতো মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উইমেন’স প্রিমিয়ার লিগ আয়োজন করতে যাচ্ছে ভারত। টুর্নামেন্টটির প্রথম আসরের নিলাম আজ মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। এতে প্রথমবারের মতো নিলামের পরিচালনায় থাকছেন এক নারী।
এক ক্রিকেট ওয়েবসাইটের বরাতে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, নারীদের আইপিএলে নিলামের দায়িত্ব দেওয়া হয়েছে মালিকা আদবাণীকে। তিনি মুম্বাইয়ের মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্ট সংগঠনের কালেক্টর কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন।
এর আগে ছেলেদের আইপিএলে নিলামের দায়িত্বে ছিলেন রিচার্ড মেডলি, হিউ অ্যাডমিডেস এবং চারু শর্মা। এ বছর মিনি নিলামের দায়িত্বেও ছিলেন অ্যাডমিডেস। সেদিক থেকে ক্রিকেটের সঙ্গে জড়িত নিলামে এই প্রথম কোনো মহিলা দায়িত্বে থাকছেন।
জানা গেছে, নারীদের আইপিএলে নিলামে উঠবেন ৪০৯ জন ক্রিকেটার। তার মধ্যে ২৪৬ জন ভারতীয় এবং ১৬৩ জন বিদেশি। ক্রিকেটারদের সর্বোচ্চ প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। তবে ৩০, ৪০ এবং ১০ লাখ টাকারও প্রাথমিক মূল্য থাকবে। সর্বোচ্চ প্রাথমিক মূল্যের তালিকায় আছেন ২৪ জন ক্রিকেটার। তাদের মধ্যে ভারতের হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা ও অস্ট্রেলিয়ার এলিস পেরি রয়েছেন।
নিলামে রয়েছেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। পেস বোলারদের প্রথম সেটে জায়গা করে নিয়েছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। অলরাউন্ডারদের দ্বিতীয় সেটে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার সালমা খাতুনকে। এছাড়া স্বর্ণা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, ঋতু মনি ও সোবহানা মুস্তারি রয়েছেন নারী আইপিএলের নিলামের তালিকায়।
আইপিএলের প্রতিটি দল ১৫-১৮ জন ক্রিকেটার নিতে পারবে, তার মধ্যে সর্বোচ্চ ৬ জন বিদেশি। এজন্য একটি দলকে সর্বনিম্ন ৯ কোটি টাকা ব্যয় করতে হবে। আগামী ৪ মার্চ থেকে মাঠে গড়াবে নারীদের আইপিএল। তার আগে আজ মুম্বাইয়ের জিও কনভেনশনে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার