সিলেটTuesday , 14 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নারী আইপিএলে কোটিপতির ক্লাবে ২০ ক্রিকেটার

Link Copied!

স্পোর্টস ডেস্ক:
ভারতে অনুষ্ঠিতব্য নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলাম সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। ডব্লিউপিএলের মেগা নিলামে একে একে কোটিপতি ক্লাবে ঢুকে পড়লেন ২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে ১০ জন ভারতীয় এবং ১০ জন বিদেশি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে বেশি দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও কোটিপতির ক্লাবে রয়েছেন।

নিলামে প্রথমে ওঠে স্মৃতির নাম। তাকে নিয়ে বিডিং শুরু করে দিল্লি। তারপর লড়াই করতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত স্মৃতিকে দলে নেয় বেঙ্গালুরু। তিন কোটি ৪০ লাখ টাকা দিয়ে কেনে তারা। হরমনপ্রীত তার প্রায় অর্ধেক দামে বিক্রি হয়েছে। মুম্বাই তাকে কিনেছে এক কোটি ৮০ লাখ টাকায়। উল্লেখ্য, ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীতের থেকে আরও ছয় জন ভারতীয় বেশি দাম পেয়েছেন।

ভারতীয়দের মধ্যে স্মৃতি এবং হরমনপ্রীত ছাড়াও কোটিপতি হয়েছেন দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেস, শেফালি বর্মা, পূজা বস্ত্রকর, রিচা ঘোষ, রেণুকা সিংহ ঠাকুর, যস্তিকা ভাটিয়া এবং দেবিকা দাহিয়া। বিদেশি ক্রিকেটারদের মধ্যে কোটিপতি হয়েছেন অ্যাশলে গার্ডনার, ন্যাট শিভার, বেথ মুনি, সোফি এক্লেস্টোন, এলিস পেরি, মারিজেন ক্যাপ, তাহলিয়া ম্যাকগ্রাথ, মেগ ল্যানিং, শবনিম ইসমাইল এবং অ্যামেলিয়া কের।

নিলামের মাঝে আরসিবি’র ক্রিকেট ডিরেক্টর মাইক হেসন বলেন, প্রত্যেকেই মন্ধানা এবং পেরির গুরুত্ব জানে। যে দুজনকে নিতে চেয়েছিলাম তাদের পেয়েছি। সঠিক মানের ক্রিকেটার পাওয়ার লক্ষ্য পূরণ হয়েছে। তবে একসঙ্গে মন্ধানা, পেরি এবং (সোফি) ডিভাইনকে পাওয়া স্বপ্নের মতো ব্যাপার। স্মৃতির অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। তাই নেতৃত্ব দেওয়ার ব্যাপারে ও-ই এগিয়ে।

মন্ধানা বলেন, আমরা ছেলেদের আইপিএলের নিলাম দেখেছিলাম। কিন্তু মেয়েদের নিয়েও নিলাম হবে ভাবতে পারিনি। পুরো ব্যাপারটাই উত্তেজনার মতো। আরসিবি’র লম্বা ইতিহাস রয়েছে। অনেক সমর্থক। আশা করি সবাই মিলে একটা ভালো দল তৈরি করতে পারব।

দীপ্তি বলেন, সব নারী ক্রিকেটাররাই এই দিনটার জন্যে অপেক্ষা করছিল। আমি উত্তর প্রদেশের মেয়ে। সেই রাজ্যের দলের হয়েই খেলতে পারব ভেবে আনন্দ হচ্ছে।